বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ১ সেপ্টেম্বর ২০২৫

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের
সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা থাকলেও নিরাপত্তাজনিত কারণে দলটির সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে তিনি লিখেন, নুরুল হক নুরের দুই চোখে আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটি অত্যন্ত সংবেদনশীল স্থান। যথাযথ ও উন্নত চিকিৎসা না হলে ভবিষ্যতে স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা আছে। তবে নুরুল হক নুরের চিকিৎসায় বাংলাদেশে নিরাপত্তাজনিত ঝুঁকি বিদ্যমান। তাকে সুস্থ দেখানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে, কিন্তু দেশবাসী দেখেছেন কীভাবে তার মুখ ও মাথায় আঘাত করা হয়েছে। এ ধরনের আঘাত যে একটি পরিকল্পিত হামলার অংশ, তা স্পষ্ট।”

রাশেদ খান অনতিবিলম্বে নুরুল হক নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

সম্পর্কিত বিষয়: