সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ১ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে নৌ-বিমান বাহিনীও দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে নৌ-বিমান বাহিনীও দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীর একাধিক ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। আনসার সদস্যদের ভূমিকা বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইলে থাকবে, আর নৌবাহিনী, বিমানবাহিনী ও এপিবিএন সহায়তা করবে।

বিশ্ববিদ্যালয় অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা যোগ্য। ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তবে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে তিনি দুর্ভাগ্যজনক উল্লেখ করে দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়া সীমান্ত থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি। কেউ তথ্য দিলে পুরস্কৃত করা হবে। সাদাপাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদন যাচাই করা হচ্ছে। সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর মিথ্যা হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তিনি বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে সন্ধ্যায় ঢাকায় ফেরেন।