শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৫

মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয় : রিজভী

মাজার ভাঙা, লাশ পোড়ানো রাসুলের শিক্ষা নয় : রিজভী
সংগৃহীত

তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, “মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসুলের শিক্ষা নয়। নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিলেন, আবারও সে রকম ষড়যন্ত্র চলছে কি না, অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের ভেতর থেকেই ষড়যন্ত্র চলছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ বা লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা শোনা যায়নি। অথচ এখন হঠাৎ করে এসব নৈরাজ্য কেন ঘটছে, সেটি খতিয়ে দেখা দরকার।

রিজভী বলেন, “আজ আমরা গণতন্ত্রের চেতনা বলি, রাষ্ট্রীয় চেতনা বলি—সেই মহানবী পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন। অথচ আমরা তাঁর শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদের ইসলামকে নানা ফেরকা ও বিভাজনের মাধ্যমে দুর্বল করছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী।”

তিনি বলেন, “যিনি আমাদের মডেল, আদর্শের প্রতীক, তাঁকে আমরা কেউ অনুসরণ করি না। তাঁকে অনুকরণ করি না। এটাই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

সম্পর্কিত বিষয়: