বুধবার ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ৬ অক্টোবর ২০২৫

বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার

বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় যেতে চায় না।

সোমবার (৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বরিস একিঞ্চির নেতৃত্বে তুরস্কের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির। একইসাথে ফিলিস্তিনের মানুষের জন্য তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন জামায়াত আমির। রাষ্ট্রের দায়িত্ব আসলে জামায়াত শাসক হবে না, জনগণের সেবক হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়