নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় যান বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
শনিবার (১১ মে) রাতে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান তারা। ফেসবুকের এক পোস্টে এই বিষয়টি নিজে জানান নিক্সন চৌধুরী।
রবিবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়...।
ফেসবুকে সাতটি ছবিও পোস্ট করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলেকে দেখা গেছে। এছাড়া, তাদের সঙ্গে ছিলেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ।
আ/ম