ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপস নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরে আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। আমাদের অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা দেখতে পেয়েছি, আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বাহিনী আমাদের ছোট শিশু সন্তান থেকে শুরু করে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে পাখির মতো করে হত্যা করেছে।
তিনি বলেন, দেশের অনেক ক্ষতি হয়েছে এই ১৫ বছরে, একটা ফোকলা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে… এবং ভবিষ্যতে একটা ঋণের দেশ এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ায় একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগটা কি? একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার। আমি জোর দিয়ে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা পরিবর্তনে বিশ্বাস করি বলেই ২৭ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়েছিলাম ২২ সালে, তারও আগে ১৬ সালে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল বলেন, রিফর্ম বা সংস্কারের কথা তো আমরা বলেছি আগে। এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আর মানছে না বলেই দেরি হচ্ছে। এটা নিয়ে মিডিয়া ও সামাজিক মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না।
তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপস করিনি, কোনো দিন করব না। বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন, আমাদের নেতা জিয়াউর রহমান আমাদেরকে সেই পথ দেখিয়েছেন। আর এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান দীর্ঘ আট-নয় বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসেছেন। যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি, আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।