শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:৪৯, ৪ জুলাই ২০২৫

পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মোড়লকে যুবদল থেকে বহিষ্কার

পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মোড়লকে যুবদল থেকে বহিষ্কার
সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল ওরফে জাহিদ মোড়লকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

 

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৭ মে ‘মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি : নেতৃত্বে পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মোড়ল’ শিরোনামে একটি গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশ করা হয়।

সম্পর্কিত বিষয়: