মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:০৫, ১৫ জুলাই ২০২৫

রাজনৈতিক অস্থিরতা সমাধানের একমাত্র পথ ঐক্য : ড. কামাল

রাজনৈতিক অস্থিরতা সমাধানের একমাত্র পথ ঐক্য : ড. কামাল
সংগৃহীত

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে, তা সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

 

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের আয়োজনে দলের সভাপতি মোস্তফা মহসীন মন্টুর শোকসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন ড. কামাল।

অনুষ্ঠানে আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম প্রমুখ।  

 

মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের ৫৩ বছরেও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন ড. কামাল। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিন জোটের যে রূপরেখা প্রণীত হয়েছিল, তা পরবর্তী সময়ে রাজনৈতিক অনৈক্যের কারণে বাস্তবায়ন ব্যর্থ হয়েছে। ফলে চব্বিশের জুলাই মাসে ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। 

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে বলে উল্লেখ করেন ড. কামাল। তিনি বলেন, দেশ গড়ার কাজে তারুণ্যের এই শক্তিকে কাজে লাগাতে হবে।

 

অন্তর্বর্তী সরকারের এ মুহূর্তের করণীয় কী হবে, তা নিয়েও পরামর্শ দেন প্রবীণ এ রাজনীতিবিদ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদের প্রধান কাজ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। গণঅভ্যুত্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ফলে সরকারকে দক্ষতার সঙ্গে বিষয়গুলো সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। 

গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু স্মরণে ড. কামাল বলেন, মন্টু সবসময় স্বপ্ন দেখতেন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার।

সম্পর্কিত বিষয়: