রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৪২, ৩ আগস্ট ২০২৫

নাম পরিবর্তনের প্রতিবাদে বিএসএমএমইউর অধ্যাপক জাহানারার পদত্যাগ!

নাম পরিবর্তনের প্রতিবাদে বিএসএমএমইউর অধ্যাপক জাহানারার পদত্যাগ!
সংগৃহীত

বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহানারা আরজু পদত্যাগ করেছেন।

অগাস্ট মাসের প্রথম দিনেই পদত্যাগপত্র জমা দেন তিনি। দীর্ঘ ১৪ বছরের কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই সিনিয়র অধ্যাপক।

পদত্যাগপত্রে ডা. জাহানারা লিখেছেন, "বর্তমানে আমাদের স্বাধীনতার নায়ক, সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে—যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না।"

তিনি উল্লেখ করেন, এই শোকের মাস অগাস্টেই এমন সিদ্ধান্ত তাকে গভীরভাবে আঘাত করেছে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

২০০৯ সালে বিএসএমএমইউ থেকে এমডি (কার্ডিওলজি) সম্পন্ন করার পর ডা. জাহানারা কানাডায় উচ্চতর প্রশিক্ষণ নেন। এরপর ২০১১ সালের ২৭ জুন থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, “ভবিষ্যতে যদি আবার বিশ্ববিদ্যালয়ের নাম 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়' হিসেবে পুনঃস্থাপন করা হয়, তবে আমি পুনরায় যোগদানের ইচ্ছা রাখি।”

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে ইতোমধ্যে পেশাজীবী মহল ও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধ্যাপক জাহানারার পদত্যাগে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত বিষয়: