রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:৫৭, ৩ আগস্ট ২০২৫

অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার চলছে

অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার চলছে
সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে তাদের নতুন রেনো১৪ সিরিজ ফাইভজি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু করেছে। এ সিরিজের দুটি মডেল হলো রেনো১৪ ফাইভজি ও রেনো১৪ এফ ফাইভজি।

 

প্রি-অর্ডার অফারের মধ্যে রয়েছে টপপে’র মাধ্যমে ০% ইন্টারেস্টে কার্ডলেস ক্যাশ ইএমআই সুবিধা। এই সুবিধার জন্য ক্রেতাদের কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই। সহজ মাসিক কিস্তি ও ইনস্ট্যান্ট ডিজিটাল অ্যাপ্রুভালের মাধ্যমে ব্যবহারকারীরা ঝামেলামুক্তভাবে ফোনটি কিনতে পারবেন।

 

রেনো১৪ ফাইভজি (১২ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলেই পাওয়া যাবে মোট ২৮,০০০ টাকার সুবিধা। এর মধ্যে রয়েছে টপপে’র ০% ইএমআই সুবিধা, অপো এনকো বাডস৩, ফ্লিপার থেকে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ২ বছরের ওয়ারেন্টি, ১ বছরের ড্যামেজ প্রটেকশন এবং আড়ং থেকে ১০% ছাড়। ফোনটির দাম ৭৯,৯৯০ টাকা।

 

অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজি (৮ জিবি + ২৫৬ জিবি) প্রি-অর্ডার করলে ক্রেতারা পাবেন ৬,৩৮৮ টাকার বেশি সুবিধা। অফারের মধ্যে রয়েছে টপপে’র ০% ইএমআই সুবিধা, ও-লাইক এয়ারবাডস, ফ্লিপার এক্সচেঞ্জ বোনাস, অফিসিয়াল ওয়ারেন্টি, ড্যামেজ প্রটেকশন ও আড়ং থেকে ১০% ছাড়। এই মডেলের দাম ৪২,৯৯০ টাকা।

 

প্রযুক্তিগত বৈশিষ্ট্য:

৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স

ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম

এআই লো লাইট ফটোগ্রাফি

আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স

৪কে আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং

রেনো১৪ ফাইভজি পাওয়া যাবে ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙে এবং রেনো১৪ এফ ফাইভজি পাওয়া যাবে ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে।

প্রি-অর্ডার চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন OPPO Bangladesh অথবা ওপোর অফিসিয়াল ওয়েবসাইট।