অপো রেনো১৪ সিরিজ ৫জি উন্মোচন

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন রেনো১৪ সিরিজ ৫জি।
রাজধানীর আলোকিতে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল লাইভ পারফর্ম করে। ইভেন্টটি অনুষ্ঠিত হয় ডিসকভারির সাথে অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’-এর অংশ হিসেবে।
এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো আধুনিক ইমেজিং প্রযুক্তি দিয়ে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা। বাংলাদেশে এর শুরু হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ৫জি’ শিরোনামে।
বাজারে দুইটি মডেল :
রেনো১৪ ৫জি (১২GB RAM + ২৫৬GB স্টোরেজ) – মূল্য ৭৯,৯৯০ টাকা
রেনো১৪ এফ ৫জি (৮GB RAM + ২৫৬GB স্টোরেজ) – মূল্য ৪২,৯৯০ টাকা
রেনো১৪ ৫জি পাওয়া যাবে ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙে। রেনো১৪ এফ ৫জি থাকবে ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙে।
বিশেষ ফিচার :
এআই লো লাইট ফটোগ্রাফি
৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরা
ট্রিপল-ফ্ল্যাশ (রেনো১৪ ৫জি) ও ডুয়াল-ফ্ল্যাশ (রেনো১৪ এফ ৫জি) সিস্টেম
এআই এডিটর ২.০, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফার
৪কে আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং
আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স
৬০০০mAh ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং, এআই হাইপারবুস্ট ২.০
প্রি-অর্ডার সুবিধা :
আড়ং ডিজিটাল স্টোরে ১০% ছাড়
ও-লাইক আইওটি গিফট
টপপে’র কার্ডলেস ইএমআই সুবিধা
ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস
২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ
অপো বাংলাদেশের এমডি ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ৫জি উন্মোচনের মাধ্যমে আমরা উদ্ভাবন ও ঐতিহ্যকে একত্রিত করেছি। ডিসকভারির সাথে অংশীদারিত্ব এবং আর্টসেলের পারফরম্যান্স এই উদ্যোগকে আরও অর্থবহ করেছে।”
বিস্তারিত জানতে ভিজিট করুন: OPPO Bangladesh