ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসিরুদ্দিন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয়, তবে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।”
তিনি আরও বলেন, “সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিতে হবে। একই রাজনৈতিক কাঠামোর মধ্যে গেলে এতগুলো প্রাণহানি অপ্রয়োজনীয় হয়ে যাবে।”
এসময় তিনি অভিযোগ করে বলেন, “একই রাজনৈতিক কাঠামোর মধ্যে নির্বাচন হলে এত প্রাণহানি হতো না।” তরুণদের উদ্দেশে তিনি বলেন, “গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই ঘটবে।”