বুধবার ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি :

প্রকাশিত: ২০:২৮, ১২ আগস্ট ২০২৫

শ্রীপুরে

কারখানার কর্মকর্তাকে অপহৃর মুঠোফোনে চাচ্ছে ৩ লাখ টাকা মুক্তিপণ

কারখানার কর্মকর্তাকে অপহৃর মুঠোফোনে চাচ্ছে ৩ লাখ টাকা মুক্তিপণ
সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথের সামন থেকে এক কারখানার কর্মকর্তাকে তুলে নিয়ে গেছে অপহরণকারী দলের সদস্যরা। এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পরপরই পথরোধ করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। শারীরিক নির্যাতন করে মুঠোফোনে চাওয়া হচ্ছে তিনলাখ টাকা মুক্তিপণ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক।

সোমবার (১১ আগস্ট) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের আসপাডা মোড়ে এ ঘটনা ঘটে। 


অপহৃত জুবায়ের ইসলাম আলম (৩০) সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার ষ্ট্র্যান্ডার্ড গ্রুপের একটি কারখানার কর্মকর্তা। 


এবিষয়ে অপহৃত কারখানার কর্মকর্তার মামা মো. আব্দুল আলিম বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত ১১ আগস্ট রাত সাড়ে ৭ টার অপহৃত ব্যক্তি আসপাড়া মোড়ে এটিএম বুথ থেকে ৩০ হাজার টাকা উত্তলন করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে থামে। সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক এসে জোরপূর্বক তাকে প্রাইভেট গাড়িতে তুলে নেয়। ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে ততক্ষণে প্রাইভেটকারটি দ্রুত চলে যায়। 


অপহৃত কারখানা কর্মকর্তার মামা মো. আব্দুল আলিম বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ষ্ট্র্যান্ডার্ড গ্রুপের একটি কারখানায় চাকুরী করে ভাগিনা জুবায়ের ইসলাম। গতকাল এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে অপহরণ হয়। বেতনের ৩০ হাজার টাকা নিয়ে নেয় অপহরণকারীরা। মাঝেমধ্যে মারধর করে মুঠোফোন কল দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ চাইছে। অপহরণকারীরা অপহৃত ব্যক্তির পাশে মদসহ অনেক নেশা জাতীয় দ্রব্য রেখেছে। মারধর করে ফোন কথা বলতে বাধ্য করছে ক্ষণে ক্ষণে। বিষয়ে কারখানা কতৃপক্ষ অবগত হয়েছেন। কারখানার ব্যবস্থাপক থানায় গিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। কিন্তু আমরা খুবই আশঙ্কায় রয়েছি। টাকা দিতে না পারলে জীবনে মেরে ফেলবো বলে হুমকি দিচ্ছে। ভাগিনাকে অনেক টর্চার করতেছে। 


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তথ্য প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারবো বলে আশাবাদী।

সম্পর্কিত বিষয়: