পিআর পদ্ধতিতে ভোট চাই, সিইসিকে জামায়াত

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চায় বলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসঙ্গে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে দলটি।
রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন দিতে হবে।
জামায়াতের এ নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউস দুইটাতেই পিআর। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।
এর আগে, সিইসির সঙ্গে সাক্ষাতে কুমিল্লা-১১ আসন আগের মতো রাখার দাবি জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।