হত্যা মামলায় হাতিরঝিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

হাতিরঝিল এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি বা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৩৯) রামপুরা ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিলে নাশকতা ও সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন মিজান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।