সোমবার ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:৫৬, ২৫ আগস্ট ২০২৫

ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করল ডিএনসিসি

ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করল ডিএনসিসি
সংগৃহীত

রাজধানী উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড (আয়তন ৫ ফুট × ৮ ফুট) এবং সংস্কার করা ১৫টি বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট × ৫ ফুট) উদ্বোধন করানো হয়েছে।


রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।


প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।
স্থায়ী পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রম উদ্বোধন করে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহরের সৌন্দর্য রক্ষার্থে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের চাহিদার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

 

এসময় নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতা ও তাদের শুভাকাঙ্ক্ষীসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান ডিএনসিসি প্রশাসক।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ ডিএনসিসির কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়: