সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ৩১ আগস্ট ২০২৫

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জামায়াতের

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জামায়াতের
সংগৃহীত

পতিত আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৩১ আগস্ট) উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের এ কথা জানান।

জামায়াত নেতা বলেন, “জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”

ডা. তাহের জানান, বৈঠকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার করণীয় এবং তা বানচালের ষড়যন্ত্র মোকাবিলা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন— সংস্কার, বিচার, সুষ্ঠু নির্বাচন।

তিনি আরও বলেন, “একটা নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছি কি না, এমন প্রশ্ন উঠেছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষের জন্য অংশগ্রহণের সুযোগ সংকুচিত হয়ে যাবে।”

ডা. তাহের বলেন, নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত না থাকলেও এর কার্যকারিতা নিয়ে ভিন্নমত রয়েছে।

তিনি জানান, ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কেউ শুধু উচ্চকক্ষে চায়, তবে জামায়াতসহ বেশ কিছু দল উভয় কক্ষে পিআর চায়। কেন্দ্র দখল ঠেকাতে এই নতুন পদ্ধতি জরুরি। 
তিনি আরও বলেন, “মেজরিটিকে অবজ্ঞা করে কারো চাপে নির্বাচনে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। এতে আমাদের অংশগ্রহণও সংকুচিত হয়ে পড়বে।”

সম্পর্কিত বিষয়: