রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৪১, ৩১ আগস্ট ২০২৫

ডিএমপি সদর দপ্তরে বুয়েট শিক্ষার্থীরা

ডিএমপি সদর দপ্তরে বুয়েট শিক্ষার্থীরা
সংগৃহীত

ডিপ্লোমাধারীদের সঙ্গে ইঞ্জিনিয়ার স্বীকৃতি নিয়ে তৈরি হওয়া আন্দোলনে পুলিশের হামলা ও রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে এসেছেন বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপিতে প্রবেশ করে।

আলোচনার বিষয়ে ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এখানে এসেছি।

এর মধ্যে অন্যতম বিষয় হলো- প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা এবং রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও ডেসকোর প্রকৌশলী রোকনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারের দাবি জানানো হবে।

আলোচনা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

সপ/আম

সম্পর্কিত বিষয়: