আলী রিয়াজ
গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি বড় সংস্কার

জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে সেটিই হবে সবচেয়ে বড় সংস্কার।
আজ রবিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, দীর্ঘ ষোল বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার দায়ভার রাজনীতিকদের নিতে হবে। বিদ্যমান মালিকানার ধারা বজায় রেখে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি কেবল ব্যবসায়ী হবেন, নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন।”
গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি জানান, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পেশাদারিত্বকেও সংস্কারের আওতায় আনা প্রয়োজন।
তিনি সাংবাদিক ইউনিয়নগুলোকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়নগুলোকে সোচ্চার হতে হবে; সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।”