শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:২৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান

মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান
সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয় বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক বাণীতে এ কথা বলেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। আল্লাহ’র প্রতি ঈমান ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন আজ। 

তারেক রহমান আরও বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুলের (সা.)-এর দেখানো পথে। অন্ধকারের যুগ তথা আইয়ামে জাহেলিয়াতের আমলে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যভিচার-অনাচারের অরাজকতা বিরাজমান ছিল। এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলামীন।

তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দুরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা।

সপ/আম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ