বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেপ্তার করেছে সিআইডি। তিনি পল্টন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। সুমনের বাড়ি মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রাম হলেও তিনি রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকতেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জসীম উদ্দিন খান বলেন, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেয়। ওই সময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান।
ওই হামলায় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত বছরের ৫ সেপ্টেম্বর রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনায় জড়িত অন্য আসামি ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডি আদালতে আসামির রিমান্ড আবেদন করেছে।