বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৫

হিজাব নিয়ে নীলা ইসরাফিলের সমালোচনামূলক মন্তব্য

হিজাব নিয়ে নীলা ইসরাফিলের সমালোচনামূলক মন্তব্য
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জয় নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি এককভাবে ১০ হাজার ৮৪ ভোট পান। ফলাফল ঘোষণার সময় তার নাম উচ্চারিত হতেই সিনেট ভবন মুখরিত হয়ে ওঠে ‘হিজাব হিজাব’ স্লোগানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে ফেসবুকে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। নিজের পোস্টে তিনি বলেন, “ডাকসু ভোট শেষ হইল, কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড... কিন্তু জিতার পরেও শান্তিতে বইসা দেশ গোছাইতেছে না, হিজাব হিজাব কইরা বাজারের হাঁকডাক দিতাছে।”

নীলা আরও লেখেন, “হিজাব দিয়া কি বৃষ্টির পানি ধইরা রাখবি, না গ্যাস বিল কমাইবি? দেশে প্রতিদিন নারীদের উপর ধর্ষণ হইতাছে, মামলা ঝুলে আছে, অথচ এই লোকেরা নারীদের নিরাপত্তার পরিবর্তে শুধু হিজাবের রাজনীতি করছে।”

ডাকসুকে ‘হিজাবসু’ আখ্যা দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যে দেশে নারীদের সম্মান নাই, সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল। ভাই, প্রথমে তোর নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফ্যালা, তারপর মেয়েদের মাথায় চাপাইবি।”

নারীদের ওপর জোর করে পোশাক চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে নীলা স্পষ্ট ভাষায় বলেন, “বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবো না। নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে, প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়া মুড়াইস।”

সর্বশেষ

আরও পরুন: