বরিশালে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ,আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলার মুলাদী সরকারি কলেজে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
ঘটনার পর আহত ছাত্রশিবিরের ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিবির কর্মীরা জানিয়েছেন, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলাকালীন উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়। তারা অভিযোগ করেছেন, হামলায় জামায়াত-শিবির রাজাকার ও “এই মুহূর্তে বাংলা ছাড়” শ্লোগান ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, ছাত্রদল সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতাদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং ছাত্রদলের ৫ জন স্থানীয় নেতাকর্মীকে মারধর করেছে ছাত্রশিবিরের নেতারা।