বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ১১ সেপ্টেম্বর ২০২৫

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান: উপদেষ্টা

পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান: উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে গণছুটি পালনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পল্লী বিদ্যুৎ সচল রাখতে আমাদের বিকল্প ব্যবস্থা আছে। হাজার হাজার লোক কাজ করতে আসছে। আমরা পুরোনোদের নিয়েই কাজ করতে চাই। তবে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা জানান, আন্দোলনের শুরুতে কিছু কর্মকর্তাকে বদলি এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পরে দুটি কমিটি গঠন করা হয়। প্রতিবেদনে দেখা যায়, মোট ৩,০২৯ জনকে বদলি করা হয়েছিল, যার মধ্যে কিছু ছিল রুটিন বদলি। এরই মধ্যে ৮০৩ জনকে পূর্বের কর্মস্থলে ফেরানো হয়েছে।

কর্মীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩৬৪টি বিভাগীয় মামলা হয়েছে। তবে কর্মীর সংখ্যা বেশি হওয়ায় মামলার সংখ্যাও বেশি। অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি) মাত্র ৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরইবির কেনাকাটায় দুর্নীতি নিয়ে সাত সদস্যের একটি কমিটি তদন্ত করছে।

ফাওজুল কবির খান বলেন, গণছুটি ঘোষণার পর নোটিশ দেওয়ার পর থেকে অনেকেই কাজে ফিরেছেন, আরও অনেকে ফিরতে চান, কিন্তু কিছু লোক বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও বলেন, “গণছুটির কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। আন্দোলনকারীদের সব দাবি আমরা বিবেচনা করছি। তবে ছুটিতে থেকে কাজে বিঘ্ন ঘটালে তাদের দাবি মানা সম্ভব নয়। সরকার এ বিষয়ে যথেষ্ট সহনশীলতা দেখাচ্ছে।”

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যে ছুটিতে আছে, তার সঙ্গে কিসের বৈঠক? আগে কাজে ফিরুক, তারপর বৈঠক হবে। তারা বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ, তাই তাদের দ্রুততম সময়ের মধ্যে কাজে ফেরার আহ্বান জানাচ্ছি।”

ভবিষ্যৎ কাঠামো প্রসঙ্গে তিনি জানান, সমিতিগুলোকে কোম্পানিতে রূপান্তর করার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। তবে এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার জন্য আইন ও বিধি সংশোধনসহ সম্ভাব্যতা যাচাই প্রয়োজন।