শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ১ মার্চ ২০২৪

ফাইনালে যেমন হতে পারে কুমিল্লা-বরিশালের একাদশ

ফাইনালে যেমন হতে পারে কুমিল্লা-বরিশালের একাদশ
ফাইনালে যেমন হতে পারে কুমিল্লা-বরিশালের একাদশ

মিরপুরে আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের। সন্ধ্যা সাড়ে ৬ টায় গ্র্যান্ড ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে।

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারানোর পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তামিমের দল। কুমিল্লাকে হারিয়ে শিরোপা জয়ের ব্যাপারেও দারুণ আশাবাদী ফরচুন বরিশাল। তিনবার টুর্নামেন্টের ফাইনাল খেললেও সবক’টিতে হেরেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনে ২০২২ সালে ফাইনালে উঠলেও রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ১ রানে হেরে যায় বরিশাল।

দশম আসরের ফাইনালে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তামিমের দল। ওপেনিংয়ে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার দায়িত্বটা থাকবে তামিমের কাঁধেই। বাড়তি নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার ডেভিড মিলারের দিকে। যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেয়ার সামর্থ্য রয়েছে এই প্রোটিয়া ক্রিকেটারের।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

সপক