তাসকিনের চোটে সুযোগ শরিফুলের, থাকছেন শান্তও

চোট কাটিয়ে মাঠে ফেরার আশায় থাকলেও শেষ পর্যন্ত মেডিকেল ছাড়পত্র পাননি বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ফলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। তাসকিনের অনুপস্থিতিতে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
চলতি মে মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ও পরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
রবিবার (৪ মে) দুটি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘদিন ধরে ব্যাট হাতে বাজে সময় পার করা নাজমুল হোসেন শান্তকে ঘিরে ছিল অনেক আলোচনা। শেষ ১৮ ইনিংসে একটি ফিফটিও না থাকায় ও স্ট্রাইক রেট ১১০-এর নিচে নেমে যাওয়ায় তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপেও ব্যর্থতার পর অনেকেই ভেবেছিলেন বাদ পড়তে যাচ্ছেন তিনি। কিন্তু বিসিবি তার ওপরই আস্থা রেখেছে — দুই সিরিজেই থাকছেন শান্ত।
অধিনায়কত্ব থেকেও এর আগে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকেই যদি ফিট থাকেন, তাহলে লিটন কুমার দাসের কাঁধেই তুলে দেওয়া হতে পারে নেতৃত্ব। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে এই দায়িত্ব দেওয়ার ভাবনাতেও আছে বোর্ড। তবে লিটন খেলতে না পারলে নেতৃত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ বা তাওহীদ হৃদয়।
স্পিন বিভাগে থাকছেন মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের সূচি:
১৭ ও ১৯ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম
পাকিস্তান সিরিজের সূচি:
২৫ ও ২৭ মে – ফয়সালাবাদ
৩০ মে, ১ ও ৩ জুন – রাওয়ালপিন্ডি
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।