সোমবার ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২০ অক্টোবর ২০২৫

আজিজ সুপার মার্কেটে দখলচেষ্টা ও মামলা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

আজিজ সুপার মার্কেটে দখলচেষ্টা ও মামলা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

শাহবাগের ঐতিহ্যবাহী আজিজ সুপার মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে মার্কেটের অ-ব্যবসায়ী, মামলাবাজ ও দখলদার মোঃ ছানাউল্লাহ শিশিরের দখলচেষ্টা ও মামলা সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মার্কেটে দ্রুত নির্বাচনের দাবিও জানানো হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় আজিজ সুপার মার্কেটের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রায় ২০০-এর বেশি ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছানাউল্লাহ শিশির নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মার্কেট দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ী সমাজকে হয়রানি করছেন।

নীল ক্রাফটের সত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম বলেন, “মামলাবাজ, দখলদার শিশিরকে মার্কেটে অবাঞ্চিত ঘোষণা করতে হবে।”

শাল মহুয়া’র সত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি বলেন, “মার্কেটে অতিস্বত্ত্বর নির্বাচন দিতে হবে—এটাই আমাদের একটাই দাবি।”

ব্যাগ ব্যবসায়ী মোঃ আলাল সরকার বলেন, “হাইকোর্টের রীট নয়, আমরা নির্বাচন চাই।”

সার্জিক্যাল ব্যবসায়ী স্বপন বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাই, এটাই সকলের দাবি।”

ব্যতিক্রম দোকানের মালিক কামরুল ইসলাম বলেন, “মামলাবাজ শিশিরের বিরুদ্ধে পুরো মার্কেট ঐক্যবদ্ধ। ব্যবসায়ীরা নির্বাচন ছাড়া আর কিছু মানবে না।”

মানববন্ধনে “নির্বাচন, নির্বাচন” স্লোগানে মুখর হয়ে ব্যবসায়ীরা মার্কেট দখলচেষ্টা ও মামলা সন্ত্রাসের প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দখলদারিত্ব ও মামলাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মার্কেটে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: