সোমবার ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ২০ অক্টোবর ২০২৫

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও খবরের শিরোনামে। দীর্ঘদিনের প্রেম, স্বপ্নের বিয়ে এবং পরবর্তী আকস্মিক বিচ্ছেদ—সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে এসেছেন তিনি। বিচ্ছেদের পর যখন প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নতুন করে জীবনের পাতায় লিখছিলেন অধ্যায়, তখন সামান্থা লড়ছিলেন মায়োসাইটিসের মতো জটিল রোগ ও গভীর মানসিক একাকিত্বের সঙ্গে।

জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এসে চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ, ট্রলিং এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মন্তব্য করলেন সামান্থা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রতি মুহূর্তে জনসাধারণের কড়া নজর ছিল তার উপর।

নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করেও প্রতিনিয়ত কঠিন সমালোচনা এবং প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমি এটা জোর দিয়েই বলতে পারি, আমি সবসময়ই বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা আমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে অবগত। বিচ্ছেদ এবং অসুস্থতা এই সবকিছুই আমি জনসমক্ষে এনেছি।’

তার কথায়, ‘যার ফলে অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি আমার জীবনের সবটা গুছিয়ে উঠতে পেরেছি তেমন নয়। আমি নিখুঁত নই, আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। তবে আরও ভলো হওয়ার চেষ্টা করছি।’

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: