সোমবার ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২০ অক্টোবর ২০২৫

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ সোমবার (২০ অক্টোবর) পালিত হচ্ছে। কালীপূজা নামেও পরিচিত এই উৎসবটি মূলত অজ্ঞানতা ও অশুভের অন্ধকার দূর করে আলো ও শুভ শক্তির জয়গান। একইসঙ্গে দেশজুড়ে উদযাপিত হচ্ছে শুভ দীপাবলি উৎসব।

দীপাবলী শব্দের অর্থই হলো আলোর উৎসব। এটি অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্ধকার দূর করে সত্য, সৌন্দর্য ও কল্যাণের প্রতিষ্ঠার মধ্য দিয়েই উদযাপিত হয় এ উৎসব।

দেবী দুর্গা ও কালী—উভয়েই শক্তির প্রতীক হলেও তাঁদের রূপ ভিন্ন। দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির দেবী, আর কালী ঘূর্ণি ও প্রলয়ের দেবী। শাস্ত্রমতে কালী দেবী দুর্গারই এক রূপ, যিনি ললাটের সংকোচন থেকে ক্রোধরূপে প্রকাশিত হন। দেবী কালীর রয়েছে ১১টি রূপ, প্রতিটিরই রয়েছে পৃথক মাহাত্ম্য। কালীপূজাকে শ্যামাপূজো বা মহানিশি পূজাও বলা হয়।

পূজা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পূজার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কালীপূজায় ঘরে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে দেবীকে আরাধনা করা হয়।

লোকবিশ্বাস অনুযায়ী, দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী। তাই দেশের বিভিন্ন স্থানে মহাধুমধামসহ অনুষ্ঠিত হচ্ছে শ্মশানকালী পূজা।

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা পালিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। এছাড়া রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং বরদেশ্বরী কালীমাতা মন্দিরে ও পূজার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: