বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:৫৪, ১৮ এপ্রিল ২০২৪

দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আবহাওয়া অধিদপ্তর

দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টার ভিতরে  অস্থায়ীভাবে ঝড়ো বৃষ্টি হতে পারে। বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি আরও বলেন, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আ/ম

সম্পর্কিত বিষয়: