মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৩৭, ৩০ এপ্রিল ২০২৪

উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার

উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
সংগৃহীত

ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে উত্তরায় ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার করা হয়েছেন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন বাউনিয়া মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। 

এ অভিযানের সময়  জি-১৭ নামক প্রতিষ্ঠান এর দখলে থাকা বাউনিয়া মৌজার  সিটি ১ নং খতিয়ানের সিটি ২৩০২৭ দাগের ৮১ শতাংশ ভূমি উদ্ধার করা হয়। উত্তরা ১৭ নং সেক্টর সংলগ্ন উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। 

খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন বলেন, ঢাকা এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।

এ খাসজমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ/ম

জনপ্রিয়