চিতলমারীতে শিক্ষকদের দাবি মেনে নেওয়ায় আনন্দ মিষ্টি বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ায় শিক্ষকরা আনন্দ মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চিতলমারী উপজেলা অডিটোরিয়ামে এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির আহ্বায়ক আব্দুস সালাম গাজী, চিতলমারী জেনারেল শিক্ষক সমিতির সভাপতি ও সদস্য সচিব শোয়েব হোসেন গাজী, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, চিতলমারী আলিয়া মাদরাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মণ্ডল, সুরেশ মণ্ডল, নির্মল কুমার শিকদার, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, আবু শাহী, মো. আবু নাইম ও রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা।
বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ এ দাবি পূরণ হয়েছে। এসময় তারা পূর্বে গঠিত ‘চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন সমন্বয়, চিতলমারী, বাগেরহাট’ কমিটিকে বহাল রাখার সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষকরা একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ উদযাপন করেন এবং শিক্ষা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।