বুধবার ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ২২ অক্টোবর ২০২৫

ইনোভেক্স পেল আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫

ইনোভেক্স পেল আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনোভেক্স আইডিয়া সলিউশনস লিমিটেড জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ বিজয়ী হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি বিজনেস সার্ভিসেস (HC-BS) – আইসিটি সার্ভিস সলিউশনস ক্যাটাগরিতে এই সম্মান অর্জন করেছে।

ইনোভেক্সের ফ্ল্যাগশিপ পণ্য মোবিম্যানেজার (MobiManager)—একটি ইউনিফাইড এন্টারপ্রাইজ ডিভাইস ম্যানেজমেন্ট ও সিকিউরিটি প্ল্যাটফর্ম—কর্পোরেট মোবিলিটি, ডেটা সুরক্ষা ও আইসিটি সেবায় উদ্ভাবনী অবদানের জন্য জাতীয় স্বীকৃতি পেয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটির উদ্ভাবিত ফিনটেক সলিউশন পেপ্রোটেক্ট (PayProtect) “ইন্ডাস্ট্রি” ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এটি বাংলাদেশের প্রথম স্মার্টফোন ফাইন্যান্সিং ফিনটেক প্ল্যাটফর্ম, যা ক্লাউডভিত্তিক প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ডিভাইস-ভিত্তিক ঋণ ব্যবস্থাপনা ও কিস্তি নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করেছে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) আয়োজিত এ বছরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ১৭ অক্টোবর রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) অডিটোরিয়ামে। এবারের প্রতিপাদ্য ছিল ‘উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

ইনোভেক্স দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে দেশীয়ভাবে তৈরি নিরাপদ, স্কেলযোগ্য ও কার্যকর সফটওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করছে। এসব উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর ও ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মোবিম্যানেজার স্মার্টফোন, ট্যাব, টিভি, পেমেন্ট POS, রাগড ডিভাইস ও আইওটি এন্ডপয়েন্টসহ সব ধরনের স্মার্ট ডিভাইস পরিচালনা ও সুরক্ষিত করার সুযোগ দেয়। এটি ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি প্রকল্পে বাস্তবায়িত হয়েছে, যেমন—বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইকোনমিক সেনসাস ২০২৪, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (CEDP) এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ।

অন্যদিকে পেপ্রোটেক্ট ব্যাংক, টেলিকম অপারেটর ও ডিভাইস নির্মাতাদের নিরাপদ ইএমআই প্রোগ্রামের মাধ্যমে স্মার্টফোন, টিভি ও অন্যান্য পণ্য সহজ কিস্তিতে ক্রেতার কাছে পৌঁছে দিতে সক্ষম। প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার, ঋণ পরিশোধের নিশ্চয়তা ও ডেটা নিরাপত্তা নিশ্চিত করে এটি দেশের ফিনটেক খাতে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।

দেশীয় সাফল্যের পাশাপাশি ইনোভেক্স ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও আফ্রিকাসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানের লক্ষ্য নিরাপদ, ভবিষ্যৎ-উপযোগী ও টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, যা এন্টারপ্রাইজ ও প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট সংযুক্তির যুগে এগিয়ে যেতে সক্ষম করবে।

ইনোভেক্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, “এই পুরস্কার শুধু ইনোভেক্সের জন্য নয়, বরং বাংলাদেশের ক্রমবর্ধমান উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি। আমাদের লক্ষ্য সবসময় ছিল দেশের ভেতর থেকেই নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি তৈরি করা, যা বৈশ্বিকভাবে দেশের অবস্থানকে শক্তিশালী করবে।”

উদ্ভাবন, নির্ভরযোগ্যতা ও সহযোগিতার মাধ্যমে ইনোভেক্স বাংলাদেশ ও বৈশ্বিক বাজারে একটি সংযুক্ত, নিরাপদ ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: