চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, চিতলমারী’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান আন্দোলন পরিচালনা কমিটি গঠন, ফান্ড সংগ্রহ, ঢাকায় শিক্ষক-কর্মচারী প্রেরণ, স্থানীয় পর্যায়ে অবস্থান কর্মসূচি, অনশন ও বিক্ষোভসহ আন্দোলন জোরদারের নানা বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং অন্যান্য দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা পর্যায়ক্রমে উপজেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঢাকায় আন্দোলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে লাগাতার কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত হয়।
চলমান আন্দোলনকে সমন্বয় ও বেগবান করতে ‘চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন সমন্বয়, চিতলমারী, বাগেরহাট’ নামে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এ কমিটির আহ্বায়ক করা হয় রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম গাজীকে, আর সদস্য সচিব নির্বাচিত হন চিতলমারী জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী।
সভায় বক্তব্য দেন উপজেলা মাদরাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক প্রদীপ মণ্ডল, চিতলমারী আলিয়া মাদরাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মণ্ডল, সুরেশ মণ্ডল, নির্মল কুমার শিকদার, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, আবু শাহী, মো. আবু নাইম, রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা।
বক্তারা চলমান আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।