গাজীপুরে সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
নিহত নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
গাজীপুর গাছা থানার এসআই সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।