রোনালদো বিশ্বরেকর্ডের মুখে, শুধু ২ গোল দূরে

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পর্তুগাল আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই জোড়া গোলের কারণে রোনালদো আন্তর্জাতিক ফুটবলে নতুন এক বিশ্বরেকর্ড গড়ার খুব কাছাকাছি চলে এসেছেন।
বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারী গুয়েতেমালার ফুটবলার কার্লোস রুইজের গোল সংখ্যা ৩৯টি। আর রোনালদোর গোল এখন ৩৮টি। এর মানে, রোনালদো মাত্র একটি গোল করলেই রুইজের সঙ্গে সমান হবেন এবং দুটি গোল করলে এই রেকর্ডে একাই সবার উপরে উঠবেন।
এছাড়া, আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে রোনালদো মেসিকেও ছাড়িয়ে গেছেন। ম্যাচের আগে রোনালদো ও মেসির বিশ্বকাপ বাছাইয়ের গোল সংখ্যা ছিল সমান—৩৬টি। এখন রোনালদোর এই সংখ্যা বেড়ে গেছে ৩৮-এ। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪০, যেখানে লিওনেল মেসির গোল সংখ্যা ১১৪।