বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেফতার ২

বরিশাল বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মিলন।
এর মধ্যে বিকেলে নতুন বাজার এলাকার নিজ বাসভবন থেকে শাহজাহান হাওলাদারকে এবং ৬ নম্বর ওয়ার্ড থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।