রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৪৫, ১৮ মে ২০২৫

সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গ্রেপ্তার
সংগৃহীত

সিরাজগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের সদস্য মো. সুমন। নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ মে) সদর উপজেলার জানপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

 

খালেদ সাইফুল্লাহ সাদী সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক হিসেবে দায়িত্বে ছিলেন।

 

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের এসআই মো. শাহিন তালুকদার বলেন, সুমন হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের সদস্য মো. সুমন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট নিহত সুমনের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত বিষয়: