রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ১১:৫০, ১৮ মে ২০২৫

চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ মে) দুপুরে বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী) কাজী মো. তারেক আজিজ বলেন, বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

তিনি বলেন, তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। হাটহাজারীতে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে চট্টগ্রাম আনা হবে।

সম্পর্কিত বিষয়: