সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ১৮ মে ২০২৫

জুলাই ছাত্রহত্যার আসামি রানা এখনো প্রকাশ্যে!

জুলাই ছাত্রহত্যার আসামি রানা এখনো প্রকাশ্যে!
ছাত্র হত্যাকারী রানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রক্ত ঝরার পরও অপরাধীরা মুক্ত — এ যেন বিচারহীনতার নগ্ন প্রদর্শনী। জুলাই ছাত্রহত্যার অন্যতম অভিযুক্ত, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রানা, এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কোনো তদন্ত, কোনো গ্রেপ্তার নেই — বরং তার হোটেল ‘নিহারিকা’ এখনো চলছে পুরোদমে, যেখানে তার হোটেল থেকেই, আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাদের জন্য খাবার সরবরাহ করা হতো।

স্থানীয়দের অভিযোগ, রানার হোটেলে পরিবেশিত খাবার যেমন নিম্নমানের, তেমনি ফুটপাত দখল করে চলা তার ব্যবসা জনদুর্ভোগের আরেক নাম। রাতের অন্ধকারে হোটেলের শাটার নামিয়ে চলে আওয়ামী লীগ সন্ত্রাসীদের আড্ডা!

জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তানজিদ রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন:

 

“এই দেশ থেকে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি রক্ত দিয়ে। কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী খুনিরা রাষ্ট্রের ছায়ায় বেঁচে আছে। প্রশাসনে যারা তাদের রক্ষা করছে, তারাও সমান অপরাধী। জনগণের ঘৃণা থেকে কেউই রেহাই পাবে না।”

 

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে তীব্র প্রশ্ন। একজন খুনি কীভাবে দিবালোকে হোটেল চালায়, রাজনৈতিক প্রভাব খাটায় — তা এখন জাতির সামনে জবাব চাচ্ছে। বহুবার চেষ্টা করেও অভিযুক্ত রানার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন সচল থাকলে প্রতিবেদকের ফোন ধরেনি সে!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের সহকারী প্রফেসর নাজমুস সাকিব বলেন, জুলাই ছাত্রহত্যার বিচার না হওয়া মানে আরেকবার প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিচারহীনতার এ সংস্কৃতি যদি চলতেই থাকে, তবে প্রশ্ন উঠবে — আমরা আসলে কোন রাষ্ট্রে বাস করছি?

 

 

দ্বিতীয় পর্ব, ‘রানা’র ঘাড়ে আওয়ামী লীগ!’