দেশে বহুমাত্রিক দারিদ্র্য হার ২৪.০৫ শতাংশ

দেশে প্রথমবারের মতো বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের আওতাধীন সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে গড়ে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এমপিআই প্রতিবেদন প্রকাশ করে।
জিইডি’র প্রতিবেদন অনুযায়ী, বহুমাত্রিক দরিদ্রের হার নির্ধারণে ব্যক্তির আয়-রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়। মোট ১১টি সূচকের সমন্বয়ে এই দারিদ্র্যর হিসাব করা হয়। হিসাব অনুযায়ী, এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবনে এবং সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্য ঝিনাইদহে। তবে অনেক পুরোনো উপাত্তের ভিত্তিতে এই দারিদ্র্য হিসাব করেছে জিইডি।
সাধারণ অর্থনীতি বিভাগ জানায়, ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (হেইস) এবং ২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপের (মিকস) ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে। যে ১১টি সূচকের ওপর ভিত্তি করে বহুমাত্রিক দারিদ্র্য নিরূপণ করা হয়েছে, সেগুলো হচ্ছে বিদ্যুতের প্রাপ্যতা, স্যানিটেশন, পানির প্রাপ্যতা, আবাসনের মান, রান্নার জ্বালানির প্রাপ্যতা, সম্পদের প্রাপ্যতা, ইন্টারনেট সংযোগ, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার, শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি, পুষ্টি এবং প্রজনন স্বাস্থ্যসেবা।
প্রতিবেদনে দেখা গেছে, বহুমাত্রিক দারিদ্র্য হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে এবং সবচেয়ে কম খুলনা বিভাগে। বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্য হার বেশি। শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার ২৮.৬৪ শতাংশ। আর ১০ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এ হার ২৮.৮৩ শতাংশ। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে এমপিআই হার ২১.৪৪ শতাংশ।
প্রতিবেদনে আরও জানানো হয়, বহুমাত্রিকতার বিচারে সবচেয়ে বেশি দারিদ্র্য হার বান্দরবানে ৬৫.৩৬ শতাংশ। এরপরের অবস্থানে থাকা কক্সবাজারে এ হার ৪৭.৭০ শতাংশ। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ ১০ জেলার মধ্যে আরও আছে যথাক্রমে সুনামগঞ্জে ৪৭.৩৬, রাঙ্গামাটিতে ৪৫.৮৯, ভোলায় ৪৫.১২, নেত্রকোণায় ৩৮.২১, হবিগঞ্জে ৩৭.৪৮, খাগড়াছড়িতে ৩৬.৯১, কিশোরগঞ্জে ৩৬.১১ এবং কুড়িগ্রামে ৩৯.২৪ শতাংশ।
এছাড়া সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্যের শিকার ঝিনাইদহে ৮.৬৬ শতাংশ মানুষ। এরপরের শীর্ষ ১০ জেলাগুলোর মধ্যে যথাক্রমে ঢাকায় ৯.১৯, গাজীপুরে ৯.৬৩, যশোরে ১০.৫৮, মেহেরপুরে ১১.০৮, কুষ্টিয়ায় ১২.২২, চুয়াডাঙ্গায় ১৩.৫১, মানিকগঞ্জে ১৪.০৭, ফেনীতে ১৪ শতাংশ এবং দিনাজপুরে ১৪.৬২ শতাংশ বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে বলে জানিয়েছে জিইডি।