বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

বান্দরবান প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৩৭, ২১ আগস্ট ২০২৫

বান্দরবানে জিপ উল্টে এক নারী নিহত

বান্দরবানে জিপ উল্টে এক নারী নিহত
সংগৃহীত

স্থানীয় হাটবাজার থেকে দৈনন্দিন বাজার সেরে ভাড়ায়চালিত জিপে করে বাড়ি ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে হ্লায়ইনু মারমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।


বুধবার (২০ আগস্ট) বিকেলে ৫টার দিকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া সাত মাইল এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়।


পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে, হাটবাজার শেষে যাত্রীরা জিপযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঢালু এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমা নিহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাছা ইউনিয়ন চেয়ারম্যান উনুমং মারমা বলেন, হাটবাজার শেষে ফেরার পথে জিপ উল্টে এক নারী নিহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।


দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল চৌধুরী বলেন, জিপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজন মহিলা নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। 

সম্পর্কিত বিষয়: