মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: নারীদের ভোটকেন্দ্রে ভিড় ও লম্বা লাইন

ডাকসু নির্বাচন: নারীদের ভোটকেন্দ্রে ভিড় ও লম্বা লাইন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

নির্বাচনে নারী শিক্ষার্থীরা চারটি কেন্দ্রে ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ এবং ভূতত্ত্ব বিভাগ।

ভোট দিতে আসা শিক্ষার্থী সায়মা ইসলাম বলেন, “দীর্ঘ অপেক্ষার পর ভোট দিতে এসেছি। আগে থেকেই ঠিক করেছি কাকে ভোট দেব। আমরা চাই পরিবর্তন ও উন্নয়ন।” তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমে যারা কাজ করছে, তাদেরকেই ভোট দেওয়া হবে।

অন্য শিক্ষার্থী রোকেয়া বেগম বলেন, “বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্টরুম বা হয়রানি যেন না থাকে। এর জন্য নিয়মিত ডাকসুর আয়োজন জরুরি। শিক্ষার্থীরা যেন যথাযথ প্রতিনিধি বেছে নিতে পারে।” তিনি আরও বলেন, “গণতন্ত্রের বিকাশে নিয়মিত নির্বাচন প্রয়োজন। প্রতিবছর ডাকসু নির্বাচন হোক। বিশ্ববিদ্যালয় থেকে প্রতিহিংসা দূর হোক, শিক্ষার পরিবেশ বজায় থাকুক এবং শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহায়ক হোক।”

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্র থেকে ভোট দেওয়া যাবে। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ২৮টি এবং হল সংসদের জন্য ১৩টি পদে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

বছরের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ১৮,৯৫৯ জন নারী ভোটার এবং ২০,৯১৫ জন পুরুষ ভোটার।