বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ আদালতের দ্বারস্থ ঐশ্বরিয়া!

হঠাৎ আদালতের দ্বারস্থ ঐশ্বরিয়া!
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিজের ছবি, নাম এবং কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার এই আবেদনটি আদালতে দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়েছে, নায়িকার অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক উদ্দেশ্যে তার ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে। এ ধরনের ব্যবহারের মধ্যে রয়েছে কফি মগ, টি-শার্টসহ বিভিন্ন পণ্য তৈরি। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি নানা ছবি ও ভিডিও ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। কিছু এআই-জেনারেটেড ছবি নায়িকার জন্য বিব্রতকর ও আপত্তিকর।

আবেদনে আরও বলা হয়েছে, কিছু অসাধু চক্র ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ উপার্জন করছে। এর মধ্যে একটি সংস্থা ‘নেশন ওয়েলথ’ তার নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে এবং তাদের লেটারহেডে তাকে চেয়ারপার্সন হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি বলেন, “একজন ব্যক্তি শুধুমাত্র আমার মক্কেলের নাম ও ছবি ব্যবহার করে অর্থ উপার্জন করছেন। সবচেয়ে দুঃখজনক হলো, কিছু আপত্তিকর ছবি ব্যবহার করে মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা হচ্ছে।”

এর আগে, গত বছর একই ধরনের অভিযোগে অমিতাভ বচ্চন দিল্লি হাইকোর্টে যান। আদালত তখন তাঁর ছবি, নাম ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বিচারপতি তেজাস কারিয়া ঐশ্বরিয়ার আবেদনটি শুনেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে শীঘ্রই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে পারে, যা পোশাক বিক্রেতা, বই প্রকাশনী ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করবে।

সম্পর্কিত বিষয়: