ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উপলক্ষে যান চলাচলে নিয়ন্ত্রণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার সকাল থেকে শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং এবং পলাশী ক্রসিং—এই পাঁচটি গুরুত্বপূর্ণ মোড় বন্ধ থাকবে। এছাড়া আশপাশের সড়কগুলোতেও যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ফলে এলাকাগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সব ধরনের যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, রাইডশেয়ারিং সার্ভিস ও অন্যান্য যানবাহন যেন বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ না করে, সে বিষয়ে চালকদের সচেতন থাকতে বলা হয়েছে।
তবে জরুরি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি এই নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে। এসব যানবাহন তাদের নির্ধারিত গন্তব্যে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
ডিএমপি রাজধানীবাসী, বিশেষ করে চালক ও যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা এড়িয়ে চলার। এতে নির্বাচনের দিন যানজট বা অন্যান্য বিড়ম্বনা এড়ানো যাবে।
নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বিভিন্ন মোড়ে ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই যান চলাচলে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।