বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ৯ সেপ্টেম্বর ২০২৫

শ্রীপুরে বিদ্যুত স্পৃষ্ঠে পৌর ইলেক্ট্রেসিয়ানের মৃত্যু

শ্রীপুরে বিদ্যুত স্পৃষ্ঠে পৌর ইলেক্ট্রেসিয়ানের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুত স্পৃষ্ঠে পৌরসভার চুক্তি ভিত্তিক ইলেক্ট্রেসিয়ান মো. নাইম শেখ (২৮) এর মৃত্যু হয়েছে। 

ঘটনা ঘটেছে আজ দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।

নিহত নাইম উপজেলার উজিলাব গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষ দর্শী আরিফ মিয়া জানান, ওই ব্যক্তি বিদ্যুত লাইনে কাজ করছিলেন। এসময় তার কাঁদে থাকা একটি পাইপ বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এ সময় ওই ব্যক্তি চিৎকার দিয়ে নিচে পড়ে যান। স্রাথানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীপুর পৌরসভার প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, নাইম পৌরসভায় চুক্তিভিত্তিক ইলেক্ট্রেসিয়ান হিসেবে কর্মরত।
আজ দুপুর দুইটার দিকে নাইম, বাশার, ফরিদ  উপজেলা হাসপাতালের সামনে সড়ক বাতির সংযোগের কাজ করছিরেন। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্ষ লাগে। বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, বিদ্যুত স্পৃষ্ট ওই ব্যক্তিকে হাসপাতালে আনার সাথে সাথে তার মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী অফিসার পৌর পশাসক ব্যরিষ্টার সজিব আহমেদ জানান, ঘটনাটি অবগত হয়েছি। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত বিষয়: