‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ মাহবুব

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন বর্তমানে প্রচার চলছে। কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিজটি শুরু থেকেই দর্শকের মুখে মুখে। সিজন ১ থেকে ৪ পর্যন্ত ব্যাপক সাফল্যের পর সিজন ৫ নিয়েও উচ্ছ্বসিত দর্শকরা।
এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন ও হাবু ভাইয়ের পাশাপাশি নেহাল চরিত্রটি দর্শকের কাছে সবসময়ই বিশেষ আকর্ষণীয় ছিল। এ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত কারণে এতদিন তিনি সিরিজ থেকে দূরে ছিলেন। তবে এবার নতুন সিজনে নেহাল হিসেবেই ফিরছেন তিনি।
তৌসিফ জানিয়েছেন, আজ এক অনুষ্ঠানের মাধ্যমে তার ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি বলেন, ‘দর্শক সর্বদা চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই আবারও এই চরিত্রের মাধ্যমে ব্যাচেলর পয়েন্টে আমাকে দেখতে পাবেন তারা।’
এর আগে নির্মাতা কাজল আরেফিন অমি ইঙ্গিত দিয়েছিলেন, বাস্তব জীবনের মতোই হয়তো কোনো একসময় আবার সবাই একসঙ্গে হবে। তৌসিফের ফেরার মধ্য দিয়েই যেন সেই অপেক্ষার অবসান হলো।