বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৫ অক্টোবর ২০২৫

স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট গ্রহণ, অভিযোগ ছাত্রদল ও শিবিরের

স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট গ্রহণ, অভিযোগ ছাত্রদল ও শিবিরের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপারে ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) ভোট চলাকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়।  

ছাতদল সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‘আইটি ভবনের একটি রুমে সাক্ষর ছাড়া ব্যালেট পেপার দেওয়া হয়েছে।

এ ছাড়া অমোচনীয় কালি উঠে যাচ্ছে। এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’
 
চবি ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমাম নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে জিতাতে কাজ করছে।’

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, ‘আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টা ব্যালটপেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে।

স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছেন যে- নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচনের জন্য তারা বাংলাদেশের কোথাও অমোচনীয় কালি খুঁজে পায়নি। আর সাক্ষর ছাড়া ব্যালেট গ্রহণ শেষে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়