"শ্যামা পূজার অনুমতি দিল না-জবি প্রশাসন"

আগামী ২০ এ অক্টোবর ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ শ্যামা পূজার আয়োজন করতে চাইলেও এখনেও অনুমতি পান নাই, সনাতনী শিক্ষক - শিক্ষার্থীরা।
আজ ১৫ অক্টোবর ২০২৫, বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা অনুমতি নিতে গেলে, অনুমতি প্রদান করেন নাই, জবি প্রশাসন।
শিক্ষার্থীরা প্রথমে প্রক্টর ড.মুহাম্মদ তাজাম্মুল হক এর কাছে অনুমতি চাইতে গেলে, তিনি প্রস্তাবটি নাকচ করে দেন।
পরবর্তী তে শিক্ষার্থীরা , জবি ছাত্র দল এর নেতা আহবায়ক হিমেলসহ ও দলের অন্য নেতাদের সাথে বিশ্ববিদ্যালয় এর ভিসি,অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি এর সাথে তার অফিস কক্ষে দেখা করলেও, অনুমতি প্রদান করেন নি তিনি।
রেজাউল করিম বলেন, নিরাপত্তা জনিত কারনে অনুমতি প্রদান করা যাবে না।
এ বিষয় এ, সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন এর প্রতি হতাশা ও নিন্দা জানান। এই জন্য আগামীকাল সনাতনী শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন এর ডাক দেন।