বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ১৫ অক্টোবর ২০২৫

শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত : নুর

শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত : নুর
ছবি: সংগৃহীত

শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক, আমাদের গুরু। চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি।”

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চেয়েছিলাম। এই পদ্ধতিতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদেও তারা তত শতাংশ আসন পাবে। তাহলেই একক দলের মাতব্বরি থাকত না।”

তিনি আরও বলেন, “সরকারি অফিস-আদালতে ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে চাইলে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুণ বা তিনগুণ করুন— কিন্তু দুর্নীতি হতে পারবে না। আমরা চেয়েছি ঘুষ-দুর্নীতি বন্ধ হোক, কিন্তু তা এখনো হয়নি।”

জনপ্রিয়